বাংলাদেশের ভোলার মেঘনা ও ইলিশা নদীর মোহনায় ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ৯ জেলের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। সোমবার রাতে বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনার বাহাদুরপুর পয়েন্ট থেকে ৮ জেলের লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল রোববার রাতে একই জায়গা থেকে অপর ১ জেলের লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, ভোলার চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের তোফায়েল আহমেদ মাঝির ট্রলারটি রোববার দুপুরে চাঁদপুর থেকে ছেড়ে আসে। ২৪ জন যাত্রী নিয়ে ট্রলারটি চাঁদপুর থেকে চরফ্যাশন আসছিল। যাত্রাপথে ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কবলে পড়ে মেঘনা ও ইলিশা নদীর মোহনায় ট্রলারটি ডুবে যায়। এ সময় পুলিশ ও কোস্টগার্ড ১০ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও বাকি ১৪ জন নিখোঁজ ছিলেন। এই ১৪ জনের মধ্যে ৯ জনের লাশ উদ্ধার করা হলো। বাংলাদেশের গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মৃত উদ্ধার হওয়া জেলেরা হলেন আব্বাস, হাসান, রফিক, বিল্লাল, নজরুল, নুরুন্নবী, মফিজ, কামাল ও কবির।
সম্পর্কিত খবর
শিক্ষক সাইকেল সারাই করছেন!
Posted on Author নিজস্ব সংবাদদাতা
পড়াশোনা করে সাইকেল সারাইয়ের দোকান খুলতে হবে ভাবতে পারেননি তিনি। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে এমএ পাশ করেন।
মালদার স্কুলে বন্দুকবাজের তাণ্ডব
Posted on Author ডেক্স রিপোর্টার
বন্দুক হাতে ক্লাসরুমের ভিতর ঢুকে পড়ল এক যুবক। শুধু বন্দুক নয়, সেই যুবকের সঙ্গে ছিল অ্যাসিডের বোতল,
নন্দীগ্রাম যাচ্ছেন না মমতা
Posted on Author নিজস্ব সংবাদদাতা
নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু সুফিয়ান জানান, ওই সভায় অংশ নেবেন সুব্রত বক্সী। নন্দীগ্রামে এরপর মুখ্যমন্ত্রী কবে যাবেন, তা এখনও ঠিক হয়নি।