বাংলাদেশ

বাংলাদেশে জারি হল লকডাউন

করোনা মোকাবেলায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের সব সরকারি–বেসরকারি অফিস–আদালতে ছুটি ঘোষণা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। মঙ্গলবার থেকে সারা দেশে সেনা মোতায়েন হয়ে গিয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন সেনা সদস্যরা। ওষুধের দোকান, কাঁচাবাজার খোলা থাকবে। সাংবাদিক বৈঠক করে এই কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, করোনা সংক্রান্ত সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় খোঁজ খবর নিচ্ছেন। প্রধানমন্ত্রীর অফিসে দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক বিভাগটি ২৪ ঘন্টা খোলা রয়েছে। করোনা মোকাবেলায় ওয়ার্ড পর্যায়ে গ্রাম পুলিশরাও কাজ করছেন। ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রকের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, তথ্যসচিব, প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) উপস্থিত ছিলেন।
করোনা সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা পর্যায়ে কমিটি, উপজেলা পর্যায়ে কমিটি ছাড়াও বর্তমানে ইউনিয়ন পর্যায়ে কমিটি করে দেওয়া হয়েছে। কমিটিগুলো কোয়ারেন্টাইন থাকা লোকদের পর্যবেক্ষণ করছে। বিদেশি এজেন্সিগুলো মিলিয়ে ৩১ সদস্যের কমিটি করা হয়েছে। আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সাব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা তিনজনে পৌঁছল। এছাড়া নতুন করে আরও ৬ জন আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে দু’‌জন নার্স, একজন চিকিৎসক রয়েছেন, মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩৩ জন।