আন্তর্জাতিক

বন্দুকবাজের হামলায় মৃত্যু চার পুলিশকর্মীর, নিকেশ দুই বন্দুকবাজও

ফের বন্দুকবাজের হামলা। এবারের ঘটনাস্থল নিউ জার্সি। আর তার জেরে প্রাণ গেল পুলিশকর্মী–সহ চারজনের। তবে পুলিশের পালটা গুলিতে ঝাঁঝরা হয়েছে দুই বন্দুকবাজও। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ, অফিস। এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ম্যানহাটনে হাডসন নদী সংলগ্ন একটি গ্রসারির দোকানে আচমকা গুলি ছুঁড়তে শুরু করে দুই বন্দুকবাজ। দোকানের ভেতরেই তিন সাধারণ নাগরিক ও দুই বন্দুকবাজ–সহ ৫ জনের মৃত্যু হয়েছে। এমনকী পরস্পর গুলি বিনিময়ের সময় এক পুলিশ গোয়েন্দার মৃত্যু হয়। আহত হয়েছেন আরও দুই পুলিশকর্মী। তবে তাঁদের অবস্থা স্থিতিশীল।
জানা গিয়েছে, একটি ট্রাকে চড়ে ঘটনাস্থলে আসে দুই বন্দুকবাজ। চার ঘণ্টা ধরে তারা তাণ্ডব চালায়। তবে এই ঘটনার পেছনে নাশকতার যোগ পায়নি পুলিশ। এই ঘটনায় ম্যানহাটনের সব স্কুল বন্ধ রাখা হয়। বন্ধ ছিল স্থানীয় অফিসও। নিউ জার্সিতে বন্দুকবাজের হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটে লেখেন, নিউ জার্সিতে ভয়াবহ শ্যুট আউটের কথা শুনলাম। কঠিন সময়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।