একের পর এক হিট ছবি দিয়ে শক্ত অবস্থান গড়ে নিয়েছেন দেব। অভিনয়ের পাশাপাশি প্রযোজকও তিনি। সংসদের দায়িত্বও সামলান তরুণ সাংসদ হিসেবে। সম্প্রতি খুব চাউর হয়েছে ছাদনাতলায় বসবেন দেব। ২০২০ সালেই নাকি রুক্মিণীর সিঁথিতে সিদূর দেবেন দেব। তাই নতুন বছর শুরু হতেই অপেক্ষায় রয়েছেন সবাই কবে আসবে আনুষ্ঠানিক বিয়ের ঘোষণা।
এখনো আসেনি সেই ঘোষণা। তবে বিয়ের কার্ড প্রকাশ হওয়াতে বিয়ের আলোচনাটা নতুন করে শুরু হয়েছে। দেব নিজেই ফেসবুকে কার্ড পোস্ট করে আশির্বাদ চেয়েছেন সবার। লাল রঙের বিয়ের কার্ডটিতে বড় বড় করে লেখা শুভ বিবাহ। আর সেই ছবি থেকেই শুরু প্রবল জল্পনা। সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল আলোচনা।
অনেকেই জানতে চাচ্ছেন কবে বিয়ে, কার সঙ্গে বিয়ে। আবার কেউ কেউ মনে করছেন, এটা নিছকই একটা সিনেমা আর তার পাবলিসিটি স্টান্ট। দেব-সৌমিত্রর যুগলবন্দী ‘সাঁঝবাতি’ সদ্যই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বেশ তরতরিয়ে এগিয়েছে ছবির ব্যবসা। দেবের অভিনয়ও মন ভরিয়েছে সমালোচক থেকে সিনেপ্রেমী সকলের। তবে দেবের বিয়ের খবর যখন তখনই আসতে পারে। সেই আভাস দিয়েই তিনি কার্ডের ছবির সঙ্গে ক্যাপশন দিয়েছেন, ‘অন্য কেউ ফাঁস করার আগে… আশা করি সবাই আশীর্বাদ করবেন।’