লিড নিউজ

ফের জাঁকিয়ে শীত বঙ্গে, সপ্তাহান্তে কাঁপুনি

শীত চলে গিয়েছে ভেবেছিলেন অনেকে। কিন্তু না সে আবার ফিরে আসছে। ফলে মনমরা হওয়ার কারণ নেই। সপ্তাহান্তে ফের জাঁকিয়ে শীত পড়বে কলকাতা–সহ গোটা দক্ষিণবঙ্গে। শনিবার ও রবিবারের ছুটিতে শীতের আমেজ মন ভাল করে দিতে পারে শহরবাসীর।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সকাল থেকেই উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। ফলে তাপমাত্রার কিছুটা পতন। আগামী ৪৮ ঘণ্টায় এই তাপমাত্রাই আরও ২ থেকে ৩ ডিগ্রি কমবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নেমে যেতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রির আশেপাশে। ফল ফের কড়া শীতের অনুভূতি ফিরবে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও আপাতত বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই। বরং বেলা বাড়লে রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রার বড় পতন ঘটতে পারে। কারণ উত্তর ভারত থেকে কনকনে শীতল উত্তুরে হাওয়া হাজির হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে। পশ্চিমি ঝঞ্ঝার জেরে পরের সপ্তাহের মাঝামাঝি হতে পারে বৃষ্টিপাত। সব মিলিয়ে দাপুটে শীতের অপেক্ষায় দক্ষিণবঙ্গ।