লোকসভা নির্বাচনের আগে ফের কলকাতা পুলিশের একাধিক পদে রদবদল। শহর কলকাতার একাধিক থানার অফিসার ইনচার্জ, অ্যাডিশনাল অফিসার ইনচার্জকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে শুক্রবার একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, কলকাতা পুলিশের অধীনে থাকা শহরের একাধিক থানায় বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লোকসভা নির্বাচনের আগে কলকাতা পুলিশের একাধিক পদে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বদলি করা হচ্ছে। কলকাতা পুলিশের পাশাপাশি এদিন রাজ্য পুলিশের ২৮৫ জন অফিসারকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের অধীনে থাকা জোড়াসাঁকো, কড়েয়া, গার্ডেনরিচ, এন্টালি, ট্যাংরা, চিৎপুর সহ একাধিক থানার অফিসারদের রদবদল করা হয়েছে।