বাংলাদেশ

ফাহাদ হত্যা: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

আবরার ফাহাদকে হত্যার ঘটনায় তার পরিবারকে বুয়েট থেকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে বাংলাদেশের হাইকোর্টে একটি রিট করা হয়েছে। রোববার আইনজীবী একেএম ফায়েজ এ রিট করেন। রিটে বুয়েট কর্তৃপক্ষ, শিক্ষা সচিবসহ সংশ্নিষ্টদের বিবাদী করা হয়েছে। নিহত আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ছাত্র। রিটে একই সঙ্গে আবরারের হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনাও চাওয়া হয়েছে। সূত্র জানায়, সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসতে পারে। উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে।