লিড নিউজ

ফাঁসির মঞ্চে মহড়ায় তিহাড়

নির্ভয়ার হত্যাকারীদের ফাঁসির বন্দোবস্ত নিখুঁত করতে ব্যবস্থা নিয়েছে দিল্লির তিহাড় জেল কর্তৃপক্ষ। তাই একটি নকল ফাঁসির মহড়া করল। নির্ভয়াকে নৃশংসভাবে গণধর্ষণ ও হত্যায় দোষী সাব্যস্ত চার অপরাধীকে আগামী ২২ জানুয়ারি একসঙ্গে ফাঁসির কাঠে ঝোলানো হবে। পবন গুপ্ত, অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা এবং মুকেশ সিংকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট। চারজনের ওজন অনুসারে ইঁট–পাথর ভর্তি বস্তা ঝুলিয়ে ফাঁসিকাঠ পরীক্ষা করে দেখে নেন জেল কর্তৃপক্ষ।
দেশে এই প্রথম চারজনকে একইসঙ্গে একই সময়ে ফাঁসি দেওয়া হবে। তাই এই কাজে কোনওরকম ভুলত্রুটি যাতে না থাকে, সে জন্য সবরকম ব্যবস্থা নিচ্ছে তিহাড় সংশোধনাগার। ২০১৩ সালে সংসদ ভবন হামলায় দোষী সাব্যস্ত আফজল গুরুকেও এই ৩ নম্বর জেলেই ফাঁসিকাঠে ঝোলানো হয়েছিল। তবে এবারে চারজনকে একসঙ্গে ফাঁসি দেওয়া হবে সেখানে, যা আগে কখনও ঘটেনি।
চারজনের ফাঁসি দিতে মেরঠ থেকে দিল্লি পৌঁছবেন পবন জল্লাদ। এই খবর নিশ্চিত করেছে উত্তরপ্রদেশ সংশোধনাগার কর্তৃপক্ষ। অপরাধীদের মানসিক অবস্থা ঠিক রাখতে নিয়মিত তাদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন সংশোধনাগারের আধিকারিকরা। এই মামলার শেষ আইনি লড়াই সম্ভবত শেষ হচ্ছে মঙ্গলবার। দুই অপরাধী বিনয় ও মুকেশ প্রাণভিক্ষা চেয়ে যে কিউরেটিভ পিটিশন দাখিল করেছে। মঙ্গলবার তাদের আবেদনের শুনানি করবে শীর্ষ আদালত। তিহাড় সূত্রে খবর, এই মুহূর্তে ২ এবং ৩ নম্বর জেলে রাখা হয়েছে ওই চার জনকে।