বিনোদন

ফটোগ্রাফারদের দেখে চটে গেল আব্রাম

বিখ্যাত বাবার মতো ছোট্ট আব্রামও ফটোগ্রাফারদের আগ্রহের পাত্র হয়ে উঠেছে। এবার আব্রামকে ভিন্ন রূপে দেখা গেল। গাড়িতে বসে রয়েছে শাহরুখ পুত্র আব্রাম খান। গাড়ির সামনে আলোকচিত্রীদের এমন ভিড় যে সুযোগ নেই এগিয়ে যাওয়ার। এতে ছোট্ট আব্রাম বেজায় বিরক্ত হয়ে হাতের ভঙ্গিমায় ফটোগ্রাফারদের রীতিমত রাস্তা ছেড়ে দেওয়ার ‘হুকুম’ দিল। এই ঘটনার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি ঘটেছে রানি মুখার্জীর মেয়ে আদিরার জন্মদিনের পার্টির দিনে। নেহা ধুপিয়া থেকে করণ জোহর, সবাই নিজেদের সন্তান নিয়ে সেই পার্টিতে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত ছিল আব্রামও। সেই পার্টি থেকে বাসায় ফেরার সময়েই এই ঘটনা ঘটেছে। এর আগেও অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যার জন্মদিনের পার্টিতে পাপারাৎজিদের উপর আব্রাম বেজায় চটে গিয়েছিল। ছবি তোলার কোনো ইচ্ছেই তার ছিল না। মিডিয়ার জোরাজুরির এক পর্যায়ে ‘নো পিকচারস’ বলে চিৎকার করে উঠেছিল সে!