বিনোদন

প্রয়াত হলেন কিশোরী বল্লাল

দক্ষিণী সিনেমা জগতের বর্ষীয়ান অভিনেত্রী কিশোরী বল্লাল প্রয়াত হলেন। কর্ণাটকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। কিশোরী বল্লালের মৃত্যুতে শিল্পী মহলে নেমে এসেছে শোকের ছায়া।

কিশোরী বল্লাল ১৯৬০ সালে প্রথম অভিনয় জগতে পা রাখেন। এরপর প্রায় পাঁচ দশক ধরে ৭৫টির ও বেশি সিনেমায় অভিনয় করেন তিনি। ২০০৪ সালে আশুতোষ গোয়াড়িকরের পরিচালনায় শাহরুখ খানের সঙ্গে স্বদেশ সিনেমাতে মায়ের চরিত্রে অভিনয় করেন কিশোরী বল্লাল। শাহরুখ ছাড়াও রানি মুখোপাধ্যায়ের ‘আইয়া’ ও দীপিকা পাডুকনের ‘লাফাঙ্গে পরিন্দে’ সিনেমাতেও অভিনয় করেন কিশোরী।