প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলা দু’টির দায়িত্ব পেলেন বিচারপতি অমৃতা সিনহা। তাঁর বেঞ্চেই চলবে প্রাথমিকের সৌমেন নন্দী ও রমেশ মালিকের দু’টি মামলা।
সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দু’টি মামলা দুটি সরে যায়।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের কার্যালয় থেকে তলব করা হয়েছিল উপরোক্ত মামলা দুটির নথি। ফলত মামলা এবার কোন বিচারপতির কাছে যাবে সেই নিয়ে শুরু হয়েছিল জল্পনা। অবশেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানো দু’টি মামলা পাঠান হল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।
জানা গিয়েছে, এবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম সৌমেন নন্দী ও অন্যরা, মামলাটি শুনানি হবে বিচারপতি অমৃত সিনহার বেঞ্চে। পাশাপাশি একই বিচারপতির বেঞ্চে শুনানি হবে কুন্তল ঘোষ বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলা। সুপ্রিম নির্দেশ হাতে পাওয়ার পর হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছিলেন প্রধান বিচারপতি। এরপরই মঙ্গলবার এই নির্দেশ দিলেন বিচারপতি।