বিনোদন

প্রসব যন্ত্রণা ভোগ করলেন অক্ষয়

প্রসব যন্ত্রণা কতটা যন্ত্রণার হতে পারে তা একমাত্র যে সকল নারী মা হয়েছেন তারাই বলতে পারবেন। একটি শিশুকে নিজের গর্ভে রেখে তাকে জন্ম দেওয়ার কষ্ট যে কী, সেটি উপলব্ধি করার সুযোগ সাধারণত নেই পুরুষদের। তবে সম্প্রতি ‘গুড নিউজ’ ছবির প্রমোশনে অভিনেতা অক্ষয় কুমার ও দিলজিৎ দোসাঞ্জ কৃত্রিম উপায়ে প্রসব যন্ত্রণা ভোগ করলেন। সোশ্যাল মিডিয়ায় অক্ষয় একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে প্রযুক্তির মাধ্যমে অক্ষয় কুমার ও দিলজিৎ প্রসব যন্ত্রণা ভোগ করেছেন। ভিডিওটি পোস্ট করে ক্যাপশানে অক্ষয় লিখেছেন মেয়েরা কতটা কষ্ট ভোগ করে তা উপলব্ধি করার ছোট্ট প্রচেষ্টা মাত্র। প্রসব যন্ত্রণা উপলব্ধির পর অক্ষয় অবশ্য স্বীকার করে নিয়েছেন কত কষ্ট সহ্য করে মেয়েরা সন্তানের জন্ম দেয়। তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত মেয়েদের কাছে, তাদের সম্মান করার উচিত।

অক্ষয় কুমার-কারিনা কাপুর, দিলজিৎ দোসাঞ্জ-কিয়ারা আদবানি জুটির ‘গুড নিউজ’ ২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। যে ছবিতে কারিনা ও কিয়ারাকে মা হতে দেখা যাবে। আর অক্ষয় ও দিলজিৎ ছবির প্রমোশনের জন্যই উপলব্ধি করার চেষ্টা করেছেন এই প্রসব যন্ত্রণা।