দেশ

প্রশান্ত কিশোরকে শোকজ নোটিস

তিনি আগেই বিরোধীতা করেছিলেন। কিন্তু দলের বাকি সদস্যরা তাতে কর্ণপাত করেনি। তারপরও দলের সেই সিদ্ধান্ত তিনি মানতে পারছেন না বলে জানিয়েছেন। হ্যাঁ, তিনি ভোটগুরু প্রশান্ত কিশোর। ক্যাব নিয়ে প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করায় তাঁকে শোকজ করেছে নীতীশের দল। কারণ তিনি জেডিইউয়ের সদস্য। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দলের অবস্থানের সমালোচনা করায় প্রশান্ত কিশোরকে শোকজ নোটিস পাঠাল জনতা দল ইউনাইটেড। একই সঙ্গে দলের সাধারণ সম্পাদক পবন কুমার ভার্মাকেও শোকজ করেছে বিহারের শাসক জোটের বড় শরিক।
শোকজ নোটিস পেয়ে কোনও মন্তব্য করেননি তিনি। তবে প্রয়োজনে দল ছাড়তে তিনি প্রস্তুত বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দলের অবস্থানের সমালোচনা করে রোজই টুইট করে চলেছেন প্রশান্ত কিশোর। তাঁর দাবি, এই বিল আইনে পরিণত হলে এনআরসি প্রয়োগ করে ধর্মের ভিত্তিতে মানুষকে বঞ্চনা করা হতে পারে।
জেডিইউয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশান্ত কিশোরের মন্তব্য অনভিপ্রেত। প্রকাশ্যে এমন মন্তব্য করা উচিত হয়নি। আর এক জেডিইউ নেতাও দলের অবস্থান পুনর্বিবেচনার জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে আবেদন জানান।
এনডিএ’‌র শরিক জেডিইউ নাগরিকত্ব সংশোধনী বিলে সরকারের পাশে দাঁড়িয়েছে। বিলের পক্ষে ভোট দিয়েছে তারা। ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর জেডিইউতে যোগ দেন রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর।