গুরুত্ব বাড়ল বিজেপি’র বিতর্কিত সাংসদ তথা মালেগাঁও বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরের। এবার তিনি প্রতিরক্ষা মন্ত্রকের সংসদীয় উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। ২১ সদস্যের এই কমিটির নেতৃত্বে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। তাছাড়া রয়েছেন বিরোধী দলের ফারুক আবদুল্লা এবং শরদ পাওয়ারও। এই সাংসদের প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের উপদেষ্টা কমিটিতে অন্তর্ভূক্তি ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরাও সরব। কংগ্রেসের কটাক্ষ, ‘এটা গোটা সামরিক বাহিনীর অপমান’।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন সাধ্বী প্রজ্ঞা। নানা বিতর্ক ও সমালোচনা হলেও ভোপাল কেন্দ্রে জিতে সংসদে পৌঁছন তিনি। হারিয়ে দেন কংগ্রেসের শীর্ষ নেতা দিগ্বিজয় সিংকে। গত ৩১ অক্টোবর এই কমিটিতেই নতুন সদস্য হিসেবে সাধ্বী প্রজ্ঞার নাম বিজ্ঞপ্তি দিয়ে জানায় কেন্দ্র। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। তিনি আবার ৩৭০ অনুচ্ছেদ রদের পর থেকেই গৃহবন্দি। ফলে সংসদের শীতকালীন অধিবেশনেও দেখা যায়নি তাঁকে।
বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত সাধ্বী প্রজ্ঞা মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেশপ্রেমী বলে দাবি করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। এই মন্তব্যের জন্য তাঁকে শোকজ নোটিশও দেয় বিজেপি। এখন অবশ্য তিনি জামিনে মুক্ত। জেতার পরে তিনি বলেছিলেন, ‘নর্দমা–বাথরুম পরিষ্কার করার জন্য আমরা নির্বাচিত হইনি।’