ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বের ডাক দিয়েছেন।নাগাসাকি শহর পরিদর্শনকালে তিনি বিশ্বনেতাদের প্রতি এ আহ্বান জানান। রবিবার নাগাসাকিতে বিশ্বনেতাদের উদ্দেশে পোপ বলেন, ‘আমি নিশ্চিতভাবেই বলতে চাই, পরমাণু অস্ত্রমুক্ত একটি পৃথিবী গড়ে তোলা কেবল সম্ভবই নয়, এটি অপরিহার্যও বটে। রাজনীতিকদের উদ্দেশে বলতে চাই, আপনারা ভুলে যাবেন না- এই ধারার অস্ত্রগুলো জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি।’ উল্লেখ্য, গত ৩৮ বছরের মধ্যে কোনো ক্যাথলিক প্রধান ধর্মগুরুর প্রথম জাপান সফর এটি। আজ সোমবার তিনি টোকিওতে সম্রাট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হবেন। দেখা করবেন ২০১১ সালের মার্চে উত্তর-পূর্ব জাপানে আঘাত হানা ভূমিকম্প ও সুনামি থেকে প্রাণে বেঁচে যাওয়া মানুষদের সঙ্গে। মঙ্গলবার জাপান ত্যাগের আগে টোকিওর সোফিয়া বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তার।