দেশ

পেঁয়াজের ডাবল সেঞ্চুরি!‌ মামলা খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে

আশঙ্কাই সত্যি হল!‌ পেঁয়াজ করল ডাবল সেঞ্চুরি। তামিলনাড়ুর মাদুরাইতে কেজি প্রতি পেঁয়াজের দাম উঠে হল ২০০ টাকা। একইসঙ্গে পেঁয়াজের দর ২০০ ছুঁতেই এক ধাক্কায় ক্রেতা প্রায় ৯০ শতাংশ কমে যাওয়ায় ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এই পরিস্থিতিতে এবার পেঁয়াজের ঝাঁঝ গড়াল আদালতে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ানের বিরুদ্ধে বিহারের এক আদালতে ফৌজদারী মামলা দায়ের হয়েছে।
তামিলনাড়ু ছাড়া মহারাষ্ট্রের সোলাপুরেও রবিবার প্রতি কেজি পেঁয়াজ ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। যার জেরে তিন সপ্তাহ আগেও যে ক্রেতা ৫ কিলো পেঁয়াজ কিনেছেন, তিনি রবিবার বাজারে এসে কিনছেন ৫০০ গ্রাম থেকে ১ কেজি। এদিকে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে মুজাফ্ফরপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি দায়ের করেছেন এম রাজু নায়ার নামে জনৈক সমাজকর্মী। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী হিসেবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা রামবিলাস পাসওয়ানের দায়িত্ব। তিনি দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। আগামী ১২ ডিসেম্বর মামলার শুনানির দিন ধার্য করেছেন বিচারক মৌর্যকান্ত তিওয়ারি।
এশিয়ার বৃহত্তম বাজার লাসালগাঁওয়ে বৃহস্পতিবার পেঁয়াজ ঢুকেছে মাত্র ৫,২০০ কুইন্টাল। যেখানে রোজ গড়ে ১২,০০০ থেকে ১৫,০০০ কুইন্টাল পেঁয়াজের জোগান থাকে। এশিয়ার বৃহত্তম এই পেঁয়াজের বাজারে, এখন কুইন্টাল প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১,০০০ টাকায়। মুম্বইয়ের ভাশি মার্কেটে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১৪০ টাকায়। সেখানে বাণিজ্যনগরীর খুচরো মার্কেটে পেঁয়াজের দর যাচ্ছে কেজিতে ১৬০ থেকে ১৯০ টাকা। মুম্বই থেকে ২০০ কিলোমিটার দূরে লাসালগাঁও থেকে গোটা দেশে পেঁয়াজ রপ্তানি করা হয়।