দেশ বিজ্ঞান-প্রযুক্তি

পৃথিবীর কক্ষপথে জিস্যাট–৩০

নতুন সাফল্য পেল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। শুক্রবার সফলভাবে উৎক্ষেপন করা হল জিস্যাট–৩০। জিস্যাট সিরিজের সবচেয়ে উন্নত কমিউনিকেশন স্যাটেলাইট বলে দাবি করলেন ইসরোর চেয়ারম্যান কে শিবন। ভারতীয় সময় ২টো ৩৫ মিনিটে দক্ষিণ আমেরিকার উত্তর–পূর্ব উপকূল থেকে উৎক্ষেপণ কেন্দ্র ফ্রেঞ্চ গিনি থেকে আরিয়ানা–৫ লঞ্চ ভেহিকলের (ভিএ–২৫১) পিঠে চাপিয়ে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয় জিস্যাট–৩০ উপগ্রহকে। এই ফ্রেঞ্চ গিনি থেকে আগেও প্রায় ২০টি উপগ্রহ মহকাশে পাঠিয়েছে ইসরো।
ইসরো সূত্রে খবর, জিস্যাট–৩০ সফল উৎক্ষেপণের ফলে আগামী দিনে দেশে টেলি যোগাযোগ পরিষেবা আরও উন্নত হবে। টেলিভিশন প্রযুক্তিতে বিশেষ সুফল মিলবে। প্রত্যন্ত গ্রামে ডিটিএইচ পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে ইসরোর ‘মেঘনাদ’ রিস্যাট–২–বিআর–১ উপগ্রহকে মহাকাশে পৃথিবীর কক্ষে বসানো হয়েছে। ৬২৮ কিলোগ্রাম ওজনের সেই উপগ্রহকে মহাকাশে নিয়ে গিয়েছে পিএসএলভি–সি৪৮। শত্রু শিবিরের উপর নজরদারি চালাতেই পাঠানো হয়েছে এই নজরদারি উপগ্রহকে। রিস্যাট সিরিজের এই অত্যাধুনিক উপগ্রহের আগে জিস্যাট সিরিজের অনেক উপগ্রহকেই মহাকাশে পাঠিয়েছে ইসরো। ইসরো জানিয়েছে, দেশের বিভিন্ন অংশের মধ্যে তো বটেই, এশিয়ার বিভিন্ন দেশ, গালফ দেশগুলোর মধ্যে যোগাযোগ বজায় রাখবে এই জিস্যাট–৩০।