করোনাভাইরাসের জেরে আপাতত রাজ্যে পুরভোট হচ্ছে না। সোমবার সর্বদলীয় বৈঠকের পর জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আজ সর্বদল বৈঠকে নির্বাচন পিছিয়ে গেল ১৫ দিন। জুন পর্যন্ত কলকাতা পুরবোর্ডের সময়সীমা। ফলে নির্বাচন কমিশন সূত্রে খবর, এই পরিস্থিতিতে এখনই ভোট নয়। রমজানের পরই ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাংবাদিক বৈঠকে পুরভোট স্থগিতের কথা জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। ১৫ দিন পর এই নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ভোটের প্রস্তুতি চলবে বলে জানান তিনি। তৃণমূল কংগ্রেস টুইট করে বিবৃতি জারি করেছিল আগেই। সেখানে বলা হয়েছিল, করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মানুষের সুরক্ষার জন্য নির্দেশিকা জারি ও একাধিক পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই সঙ্কটের সময়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে পুরসভার ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানাচ্ছি আমরা।
আজ দুপুর ৩টে থেকে সর্বদল বৈঠক ডাকে রাজ্য নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি এবং তাপস রায়। বিজেপি’র তরফে উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার ও সব্যসাচী দত্ত। উপস্থিত ছিলেন অন্য রাজনৈতিক দলের নেতারাও। এছাড়াও ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস–সহ কমিশনের শীর্ষ আধিকারিকরা। যদিও বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, বিপর্যয়ের আশঙ্কা থাকলে পুরভোট পিছিয়ে দেওয়াই শ্রেয়।
