বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়ায় শুক্রবার সহোদর দুই বোনসহ পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি দক্ষিণ-পূর্বপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, দুপুরে তিন শিশু বাড়িতে না জানিয়ে খিরাটি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বানার নদীতে গোসল করতে যায়। তাদের বাড়ি থেকে তিনশ’ গজ দূরে নদীতে নেমে গোসলের একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। মৃত শিশুরা হলো- নানী বাড়ি বেড়াতে আসা নরসিংদী জেলার মনির হোসেনের মেয়ে হিমু (১০), ঘাগটিয়া দক্ষিণ-পূর্বপাড়ার মিলন মিয়ার মেয়ে সিনথিয়া (৯) ও সিনহা (৫)। কাপাসিয়া থানার ওসি জানান, শিশুদের অভিভাবকরা ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
ভারতে আসছেন বাংলাদেশের বিদেশসচিব
Posted on Author নিজস্ব সংবাদদাতা
আগামী সপ্তাহে ভারতে আসছেন বাংলাদেশের বিদেশসচিব মাসুদ বিন মোমেন। ২৭ জানুয়ারি থেকে ২৯ তারিখ পর্যন্ত তিনি ভারতে থাকবেন বলে সূত্রের খবর।
বাংলাদেশের মাটিতে মমতা–মোদী
Posted on Author নিজস্ব সংবাদদাতা
সব ঠিক থাকলে মার্চ মাসে একইসঙ্গে বাংলাদেশ সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত মোদী–মমতা। আমন্ত্রণ জানানো হয়েছে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীদেরও। আর আমন্ত্রণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গিয়েছে, ১৬ মার্চ ঢাকা যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর […]
এখন সর্বাত্মক লকডাউন বাংলাদেশে
Posted on Author নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশ ব্যাঙ্কের মুখপাত্র সিরাজুল ইসলাম এই খবর জানিয়েছেন। গত বছরের মতো এবারেও লকডাউনে ৮টি পার্সেল ট্রেন চলাচল করবে।