বিতর্কে জড়ালেন বিজেপি নেতা অনুপম হাজরা। তাঁর বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে। এই অভিযোগ দায়ের করা হয়েছে শেক্সপিয়ার সরণি থানায়। ছবি তোলার জেরেই তাঁকে মারধর করা হয়েছে বলে অনুপমের বিরুদ্ধে অভিযোগ। যদিও এমন কোনও ঘটনা ঘটেনি বলে অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন তৃণমূল সাংসদ অনুপম হাজরা।
কসবার বাসিন্দা সুরেশ রায় নামে এক ব্যক্তি রবিবার ভোররাতে অভিযোগ জানিয়েছেন শেক্সপিয়র সরণি থানায়। তিনি তাঁর লিখিত অভিযোগে জানান, শনিবার রাতে তিনি তাঁর বান্ধবীকে সঙ্গে নিয়ে হো চি মিন সরণির একটি অভিজাত পানশালায় গিয়েছিলেন। সেখানে ছিলেন অনুপমবাবুও। ঠিক কী ঘটেছিল? সুরেশবাবুর কথায়, ‘পানশালায় গিয়ে জানতে পারি ওখানে অনুপমবাবু রয়েছেন। আমি সাধারণ সৌজন্য থেকেই তাঁর সঙ্গে কথা বলি। তারপর একটা ছবিও তুলি। ছবি তোলার খানিক পরে অনুপম নিজে আসেন এবং কেন আমি ছবি তুলেছি জানতে চেয়ে গালিগালাজ করেন। আমি প্রতিবাদ করলে অনুপম এবং তাঁর সঙ্গীরা আমাকে শাসাতে থাকেন। আমাকে মারতে শুরু করেন। শুধু তাই নয়, আমার বান্ধবীকেও গালিগালাজ করেন। ঘটনার সময় তাঁর মোবাইল ভেঙে দেন অনুপম। খোয়া গিয়েছে তাঁর সোনার হারও।’
পুলিশ সূত্রে খবর, সুরেশের অভিযোগের ভিত্তিতে, ভারতীয় দণ্ডবিধির ৩৪১,৩২৩, ৩৭৯, ৩৫৪,৫০৬, ৪২৭ ধারায় অনুপমের বিরুদ্ধে মামলা শুরু করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অনুপমবাবু অবশ্য সরাসরি বচসা ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, আমার এক নিরাপত্তারক্ষী লক্ষ্য করেন যে ওই ব্যক্তি আমার ভিডিও করছেন। প্রথমে একবার ওই নিরাপত্তারক্ষী তাঁকে ভিডিও তুলতে নিষেধ করলেও তিনি শোনেননি। তাঁর সঙ্গে সরাসরি ওই ব্যক্তির কোনও বচসা হয়নি।
