ভারতে অস্ত্র চোরাচালান করে হামলা করার নয়া পদ্ধতি নিল পাকিস্তান। গোয়েন্দাদের আশঙ্কা ড্রোনের সাহায্যেই পাঞ্জাবে অস্ত্র পাঠাচ্ছে আইএসআই–পাক সেনা। তরনতারনে বিপুল অস্ত্র, গুলি উদ্ধারের পর সেটাই এখন আশঙ্কা করেছেন গোয়েন্দারা।
পাঞ্জাবের তরণতারণ জেলা থেকে চার জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একে সিরিজের রাইফেল, পিস্তল, গ্রেনেড এবং স্যাটেলাইট ফোন এবং ৫০০ রাউন্ড বুলেটও। উদ্ধার হয়েছে ১০ লক্ষ টাকার নকল নোট। ধৃতরা নিষিদ্ধ খলিস্তান জিন্দাবাদ ফোর্স নামে জঙ্গি সংগঠনের সদস্য।
পাঞ্জাব পুলিসের ডিজি দিনকর গুপ্তা জানান, মনে হচ্ছে বিপুল সংখ্যক জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা করছে। কাশ্মীরের এই পরিস্থিতিতে তারা জম্মু–কাশ্মীর ও পাঞ্জাবে হামলার চেষ্টা করার পরিকল্পনা করেছে। পুলিশ এখনও পর্যন্ত ৪ জঙ্গিকে গ্রেপ্তার করেছে। সীমান্তের ওপার থেকে পাক ড্রোনে চড়িয়ে ওই অস্ত্রশস্ত্র সরবরাহ করা হয়েছিল আর এর পেছনে রয়েছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এবং জেহাদিদের মদত। ধৃত জঙ্গিরা একটি সাদা রঙের গাড়িতে ছিল। ধৃতরা হল, বলবন্ত সিং, আকাশদীপ সিং, হরভজন সিং এবং বলবীর সিং।
গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের মাটিতে সক্রিয় খলিস্তান জিন্দাবাদ ফোর্স নামে ওই সংগঠনটির মূল চাঁই রঞ্জিত সিং। তার সঙ্গে রয়েছে জার্মানি নিবাসী গুরমিত সিং নামে আর একজন। পাঞ্জাবে প্রভাব বাড়াতে চাইছে ওই জঙ্গি সংগঠন। তাদের টার্গেট জম্মু–কাশ্মীর, পাঞ্জাব–সহ দেশের বিভিন্ন এলাকা। ওই চারজনের ওপরে দায়িত্ব ছিল এলাকার তরুণদের নিয়োগ করা ও টাকা জোগাড় করা।