এবার দেশের নিরাপত্তা রক্ষীদের ওপর আক্রমণ করার ছক কষেছে পাক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর–ই–তৈবা। জম্মু–কাশ্মীরের সেনাশিবিরে হামলার ছক কষেছে চার সন্ত্রাসবাদী। সোমবার গোয়েন্দা সূত্রে এই খবর মিলেছে। যার ফলে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। এই পরিস্থিতিতে লিপা ভ্যালির বিপরীতে পান্ডু এলাকায় পাকিস্তানের পোস্ট ধ্বংস করল ভারতীয় সেনাবাহিনী। সূত্রের খবর, সোমবার সকাল থেকেই এই অপারেশন শুরু করেছেন জওয়ানরা। পাকিস্তানকে ফের শিক্ষা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে সেনাবাহিনী। ওই পোস্টগুলি থেকে জম্মু–কাশ্মীরের বিভিন্ন ভারতীয় গ্রামকে টার্গেট করছিল পাকিস্তান।
গোয়েন্দা সূত্রে খবর, মহরমকে সামনে রেখে নাশকতা ছড়াতেই এই ছক কষা হয়েছিল। সন্ত্রাসবাদীরা জম্মুর সঞ্জওয়ান এবং কালুচক সেনা ক্যাম্প এবং সাম্বার বারি ব্রহমনা সেনা ক্যাম্পে হামলা চালাতে পারে বলে খবর পাওয়ায় সেখানে ঘাপটি মেরে ছিল ভারতীয় সেনা। কারণ শোপিয়ান সীমান্ত দিয়ে সন্ত্রাসবাদীদের দেশে অনুপ্রবেশ করানোর ছক কষা হয়েছিল। সেখানকার গ্রামবাসীদের কাজে লাগিয়েই অনুপ্রবেশের চেষ্টা চলছিল বলেও খবর। পোস্টগুলিতে সন্ত্রাসবাদীদের লঞ্চপ্যাড হিসেবেও ব্যবহার করা হচ্ছিল।
গুলমার্গ থেকে ধৃত দুই পাক সন্ত্রাসবাদীকে জেরা করে এই তথ্য মিলেছে। তাছাড়া সীমান্তে মজুত করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। পাকিস্তানের সেনা অপেক্ষারত অনুপ্রবেশকারী জঙ্গিদের ভারতে প্রবেশ করতে সাহায্য করছে। এই জন্য তারা ব্যবহার করছে তাদের জোহলি, বারগি এবং নিউ বাঠলা সেনা ক্যাম্প। কাচারবান লঞ্চিং প্যাডে অপেক্ষায় রয়েছে সন্ত্রাসবাদীরা। পাকিস্তানে যে লস্কর–ই–তৈবা এবং জৈশ–ই–মহম্মদের মতো সন্ত্রসবাদী সংগঠনগুলো নতুন করে সক্রিয় হয়ে উঠেছে এবং নিয়োগ প্রক্রিয়া জোরকদমে চলছে সেই খবরও রয়েছে ভারতীয় গোয়েন্দাদের কাছে। তার জেরেই সোমবারের এই অপারেশন বলে মনে করা হচ্ছে।