পাকিস্তানের অর্থনীতিকে চাঙা করে তুলতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সম্মেলনের আয়োজন করেছিল পাকিস্তানের শারহাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআইপি)। তবে সম্মেলনের বিষয়বস্তু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বেলি ড্যান্স। জানা যায়, উদ্যোক্তাদের পাকিস্তানে বিনিয়োগে আগ্রহী করে তুলতে আজারবাইজানের রাজধানী বাকুতে আইএমএফের সঙ্গে বৈঠকে বসে এসসিসিআইপি। সম্মেলনের একপর্যায়ে উদ্যোক্তাদের সামনে নাচ পরিবেশন করেন বেশ কয়েকজন বেলি ড্যান্সার । উদ্যোক্তাদেরও সেই নাচ উপভোগ করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিওচিত্র ছড়িয়ে পরার পর থেকেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। পাকিস্তানি সাংবাদিক গুল বুখারি ১ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘প্রধান অর্থনীতিবিদ (পাকিস্তানের) যখন বেলি ড্যান্সারদের দিয়ে পাকিস্তানে বিনিয়োগ করতে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করেন…’। ভিডিও শেয়ার করে এক পাকিস্তানি নাগরিক লিখেছেন, ‘জাতি হিসেবে আমরা কোথায় গিয়ে ঠেকছি?’
সম্পর্কিত খবর
মুসলিম ফতোয়ায় বন্ধ হয়ে গেল হিন্দু মন্দির
Posted on Author নিজস্ব সংবাদদাতা
পাকিস্তান আছে পাকিস্তানেই। তাই তো নতিস্বীকার করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। তাও আবার ইসলামিক সংগঠন জামিয়া আসরফিয়ার জারি করা ফতোয়ায়।
‘সন্ত্রাসবাদ ছাড়া কিছুই অর্জন করেনি পাকিস্তান’
Posted on Author নিজস্ব সংবাদদাতা
রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৭৫তম সাধারণ সভার বক্তৃতায় এবার সরাসরি ধর্মীয় তাস খেলে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রতিবাদে সভা থেকে ওয়াকআউট করে ভারত।
পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জঙ্গি হামলা, নিহত ১০
Posted on Author নিজস্ব সংবাদদাতা
যে দেশ নিজেরা সবসময় জঙ্গি হামলা করে, এবাত তাদের ওপরই হল ভয়াবহ জঙ্গি হামলা। হ্যাঁ, দেশটি ওয়াঘা সীমান্তের ওপারে, নাম পাকিস্তান। জঙ্গি হামলায় কেঁপে ওঠে ইমরান খানের দেশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে করাচির পাকিস্তান স্টক এক্সচেঞ্জে।