ভারতের পর এবার পাকিস্তানের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ করে দেখালো বাংলাদেশ। সীমান্ত থেকে তারা পাকিস্তানের নামের ফলক মুছে দেওয়ার সাহস দেখাল। তবে সময় লেগে গেল অনেকটা। যদিও কথায় আছে, বোটার লেট দ্যান নেভার। স্বাধীনতার পর কেটে গিয়েছে ৪৮ বছর৷ তা পরেও ভারত–বাংলাদেশ সীমান্তে একাধিক পিলারে লেখা ছিল পাকিস্তান৷ এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেগুলি মুছে দিয়ে লেখা হল বাংলাদেশ৷ যা চরম সাহসী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
ইতিহাসে সাক্ষ্য আছে, ১৯৪৭ সালে ভারত ভেঙে গঠিত হয় ভারত এবং পাকিস্তান৷ বর্তমান বাংলাদেশ সেই সময় পরিচিত ছিল পূর্ব পাকিস্তান হিসেবে৷ সেখানের শাসনব্যবস্থা পরিচালিত হত তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে৷ তখন ভারত ও পূর্ব পাকিস্তানের সীমান্তে প্রায় ৮ হাজার পিলার বসানো হয়েছিল৷ পিলারে লেখা ছিল ভারত–পাকিস্তান৷ মুক্তিযুদ্ধের পরে ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে নতুন নাম হয় বাংলাদেশ৷ যদিও তারপরও সীমান্তে বসানো একাধিক পিলারে লেখা ছিল পাকিস্তান৷
কোথায় বসানো ছিল এই পিলারগুলি? সূত্রের খবর, বাংলাদেশের সাতক্ষীরা, যশোহর, ছৌডাঙা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম–সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলিতে ছিল এই পিলারগুলি৷ এবার এই পিলার থেকে পাকিস্তানের নাম মুছে দেওয়ার নির্দেশ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷ বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী চিহ্নিত করে পাকিস্তান লেখা পিলারগুলি৷ তারপরই পাকিস্তানের নাম মুছে পিলারগুলিতে লেখা হয় বাংলাদেশ৷