আমরা সবাই চাই আমাদের ঘর যেন থাকে সুন্দর ও পরিচ্ছন্ন। গরমকালে অতিরিক্ত ধুলোয় ঘরগুলো ময়লা হয়ে যায় সবসময়। এর থেকে মুক্তি পাওয়া খুব কষ্টকর ব্যাপার না। একদিনেই আপনাকে সমস্ত ঘর পরিষ্কার করতে হবে- এমনটিও নয়। একদিনেই হাঁপিয়ে উঠে ঘর্মাক্ত কলেবরে ঘর পরিষ্কার করার কোনো মানে নেই। এতে আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়বেন। যদি সব কাজ একটু পরিকল্পনামাফিক করা যায়, তাহলে অনায়াসেই আপনার পুরো বাড়িঘরই পরিষ্কার হয়ে যাবে।
ঘরে অনেক কিছুই থাকে, আসবাব, পর্দা, কাঁচ বাঁধানো ছবি বা আয়না, ঘরের সুইচবোর্ড, মেঝে, প্লাস্টিকের জিনিস, বিছানা ইত্যাদি। সবকিছু পরিপাটি থাকলে মনও ভালো থাকে। তাই যদি সোম থেকে শুক্রবার – এই পাঁচ দিনে অন্তত এক-দু ঘণ্টা করে সময় দিতে পারেন, তাহলে ছুটির দিনে পরিচ্ছন্ন পরিবেশে থেকে আনন্দ পাবেন। চলুন দেখে নেওয়া যাক, কীভাবে সপ্তাহের এই ৫ দিনে আপনি আপনার ঘরকে ঝকঝকে করে তুলবেন।
সোমবার- সোমবার ঘরের সব ঝুল-ময়লা ঝুলঝাড়ু দিয়ে ঝেড়ে ফেলুন। এক বালতি জলে সামান্য গুঁড়ো সাবান গুলিয়ে নিন। কাপড় দিয়ে ঘরের পুরো মেঝে ঘষে ঘষে মুছুন। পচিশ-ত্রিশ মিনিট পরে বালতিতে হালকা গরম জল নিয়ে তার ভেতর সাত ফোঁটা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে ঘরগুলো মুছে ফেলুন। দেখবেন, মেঝে ঝকঝকে হয়ে উঠেছে এবং ময়লা অনায়াসে উঠে গেছে। মেঝের উপর একটা পালিশের ভাব এসেছে, ফলে মেঝে চকচক করছে। এইভাবে জানালার গ্রিলগুলোও পরিষ্কার করে ফেলুন।
মঙ্গলবার- ঘরের আসবাবগুলোকে ঝেড়ে নিন, যাতে ধুলো চলে যায়। এবার খেয়াল করে দেখুন কোথাও কোনো দাগ পড়েছে কিনা কিংবা ফার্নিচারের প্লাই উঠে গেছে কিনা। তাহলে ওই জায়গাটায় একটু ব্রাউন পেইন্ট ব্রাশ দিয়ে লাগিয়ে দিন। দেখবেন আপনার আসবাব কেমন নতুনের মতো মনে হবে।
বুধবার- পর্দা যদি কাচাতে পারেন তো ভালো, তা না হলে শলা-ঝাড়ু দিয়ে খুব ভালো করে পর্দার দুই দিকে জোরে জোরে ঝাড়ুন। দেখবেন উপরের আলগা ধুলো চলে যাবে।
কার্পেটের উপর মাঝে মাঝেই দাগ হয়, দেখতে খারাপ লাগে। সবসময় তো ড্রাইক্লিনিং করা সম্ভব হয় না। হালকা গরম জলে একটু বরিক পাউডার মিশিয়ে পেস্টের মতো বানান। পরিমাণটা নির্ভর করছে কতটা দাগ বা ময়লা আছে তার ওপর। এবারে একটা ব্রাশ দিয়ে দাগের ওপর ভালো করে পেস্টটা লাগিয়ে দিন। দাগের চারপাশেও লাগাবেন। শুকোতে দিন। কিন্তু রোদে শুকোবেন না। রোদে শুকোতে দিলে বরিক পেস্ট ফেটে যাবে। ঘণ্টা দুই পর কার্পেট ব্রাশ দিয়ে শুকনো সাদা পেস্ট তুলে ফেলুন। দেখবেন আপনার দামি কার্পেট কেমন দাগমুক্ত হয়ে যাবে।
বৃহস্পতিবার- বৃহস্পতিবার আপনার ঘরের কাঁচের ফ্রেমের পেইন্টিং এবং আয়নার কাঁচ পরিষ্কার করুন। পুরনো খবরের কাগজ জলে ভিজিয়ে নিন। এবার জল নিংড়ে কাগজ দিয়ে আস্তে আস্তে কাঁচগুলো মুছে ফেলুন। কাগজের জল যেন গড়িয়ে না পড়ে খেয়াল রাখবেন। তাহলে কাঁচের ফ্রেমের ভেতর দিয়ে জল ঢুকে যেতে পারে। তাই খুব সাবধানে ঘষুন। দেখবেন ঘষার পর কাঁচ কেমন চকচক করবে।
শুক্রবার- এইদিন সুইচ বোর্ড পরিষ্কার করুন। এটিও সহজ উপায়ে পরিষ্কার করা যায়। এক টুকরো তুলোর মধ্যে ডেটল দিয়ে ভিজিয়ে সুইচ বোর্ড মুছে ফেলুন। প্রথমবার মোছা শেষ হলে একইভাবে আবার মুছুন। তবে পরেরবার মোছার সময় ডেটলের সঙ্গে সামান্য জল মিশিয়ে দেবেন।