Today Supreme court of India has ordered the central and state government to look after the migratory worker properly.
দেশ ব্রেকিং নিউজ

পরিযায়ী শ্রমিকদের পাশে সুপ্রিম কোর্ট

করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। যা ভাইরাসের থেকেও বেশি ক্ষতিকর। লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের আতঙ্কিত হয়ে ঘরে ফেরার ঘটনা নিয়ে সোমবার এই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে। লকডাউনের কারণে হাজার হাজার শ্রমিক ঘরে ফেরার মরিয়া চেষ্টা করছেন। তাঁদের নিজের রাজ্যে ফিরে যেতে বাধ্য করা হয়েছিল। তার জেরেই এই মন্তব্য করেন প্রধান বিচারপতি।
গোটা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে যে কোনও উপায় ঘরে ফেরার চেষ্টায় পথে নেমেছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। যারা অন্য রাজ্যে গিয়ে কাজ করেন। এই শ্রমিকদের সমস্যা সমাধানের আর্জি জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়। এই মামলার শুনানিতেই এমন মন্তব্য করে সুপ্রিম কোর্ট।
সরকার এই বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে, তাই এখনই এই ইস্যুতে হস্তক্ষেপ করতে রাজি হয়নি শীর্ষ আদালত। শ্রমিকদের সমস্যা মেটাতে, যে যে পদক্ষেপের আবেদন করা হয়েছে, তার অনেকগুলি প্রশাসন করেছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি।