রাতের অন্ধকারে মর্মান্তিক পথ দুর্ঘটনা। একসঙ্গে ১৪ জনের মৃত্যু হল! বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের জেরে প্রাণ গেল ১৪ জনের। আহত হন ২০ জন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আগ্রা–লখনৌ এক্সপ্রেসওয়েতে। বুধবার রাত ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, রাতে ওই যাত্রীবাহী বাসটি বিহারের দিকে যাচ্ছিল। তখন ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। প্রায় ৪০ জন ওই বাসটিতে ছিলেন। রাত হয়ে যাওয়ায় বাসের মধ্যে প্রায় সকলেই ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের। আহত হন ২০ জন।
পুলিশ সূত্রে খবর, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের সাইফাই মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে। দুর্ঘটনার খবর শুনেই সংশ্লিষ্ট জেলাশাসক ও পুলিশ সুপারকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের চিকিত্সায় যাতে কোনওরকম না সমস্যা হয়, সেই মর্মে নির্দেশও দিয়েছেন তিনি।