ব্রেকিং নিউজ

পথ দুর্ঘটনায় একসঙ্গে ১১ জনের মৃত্যু

হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। আর তার জেরে একসঙ্গে মৃত্যু হল ১১ যাত্রীর। আহত কমপক্ষে ৯ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজে নেমেছে পুলিশ। মৃতদের মধ্যে এক শিশু–সহ চার মহিলা রয়েছে বলে খবর। যাত্রী বোঝাই মিনিবাস দুটি মহারাষ্ট্রের লাতুর এবং শোলাপুর থেকে হরিয়ানার হিসারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু রাজস্থানের নগৌর জেলায় ঢুকতেই দুর্ঘটনার কবলে পড়ে দুটি বাস। তাতেই মর্মান্তিক মৃত্যু হয় ১১ জন যাত্রীর।
স্থানীয় সূত্রে খবর, হনুমানগড় পার করার পর কুচামন শহরের কাছে হাইওয়ের উপর আচমকাই একটি ষাঁড় এসে পড়ে মিনিবাসের সামনে। তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান বাসচালক। সঙ্গে সঙ্গে তা গিয়ে রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারে। তখনই পেছনে থাকা অন্য মিনিবাসটিও নিয়ন্ত্রণ হারায়। আর তাতেই মৃত্যু হয় পড়েন ১১ জন যাত্রী।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, আহত ৯ জনের মধ্যে ৬ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁদের জয়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের কুচামনের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।