রাজ্য

পথ দুর্ঘটনায় একসঙ্গে চারজন পুলিশকর্মীর মৃত্যু!‌

পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার পুলিশকর্মীর। ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাত ১২.টা ১৫ মিনিট নাগাদ। পূর্ব বর্ধমানের মেমারির তালশিটে দু’‌নম্বর জাতীয় সড়কের উপর। দুর্ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। এরপর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর আরও ১ পুলিশকর্মীর মৃত্যু হয়। মৃত পুলিসকর্মীদের নাম বাদল সরকার,অনুপ কুমার বালা, প্রবীর কুমার হাটি এবং বিশ্বজিৎ সামুই।
পুলিশ সূত্রে খবর, পুলিশ কর্মীদের ওই গাড়ির সঙ্গে তালশিটের কাছে লরিটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান তিনজন পুলিশকর্মী। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে গুরুতর জখম এক পুলিশকর্মীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান চতুর্থজন। দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
কালীপুজোর রাতে ডিউটি সেরে মেমারি থানা থেকে বর্ধমান ফেরার পথে দুর্ঘটনায় পড়ে ওই পুলিশ কর্মীরা। তাঁদের গাড়ির পিছনে একটি বালি বোঝাই লরি এসে ধাক্কা মারে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লরিটির গতি ছিল প্রচণ্ড। সেই গতিই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।