লিড নিউজ

নির্ভয়া সাজাপ্রাপ্তদের ফাঁসি স্থগিত, জোর চর্চা

ফের পিছিয়ে গেল নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির দিন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট। নির্ভয়াকাণ্ডে ফাঁসির সাজাপ্রাপ্ত পবন গুপ্তার আবেদনের ভিত্তিতে আগামীকাল চার আসামীর ফাঁসি স্থগিত করে দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আইনি জটিলতায় ফাঁসি স্থগিত করে দেওয়া হয়েছে বলে খবর।
সোমবার সুপ্রিম কোর্টে পবন গুপ্তার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে য়ায়। তখনই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে পবন গুপ্তা। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের কারণ দেখিয়ে পাতিয়ালা হাউস কোর্টে ফাঁসি কার্যকর না করার আবেদন জানায় পবন। সেই আবেদনের ভিত্তিতে এখনও কোনও সিদ্ধান্ত নেননি রাষ্ট্রপতি। তাই ফাঁসি কার্যকর করার আদেশের ওপরে স্থগিতাদেশ দিলেন অতিরিক্ত বিচারক ধর্মেন্দ্র রানা।
দ্বিতীয় দফায় ফের শুনানি হয়। তার মধ্যেই রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দেন। কিন্তু তবুও মঙ্গলবার ফাঁসি হচ্ছে না। কারণ আইন অনুযায়ী, প্রাণদণ্ডে দণ্ডিতদের সমস্ত আইনি বিকল্প শেষ হওয়ার পরেও ১৪ দিন সময় দিতে হয় প্রস্তুতির জন্য। তার মধ্যে দণ্ডিতদের মানসিকভাবে তৈরি করা, পরিবারের লোকজনকে সমস্ত আইনি প্রক্রিয়া বোঝানো সহ যাবতীয় প্রস্তুতির কাজ সারেন জেল কর্তৃপক্ষ। এই কারণের জন্যই ফের পিছিয়ে গেল ফাঁসির প্রক্রিয়া।
উল্লেখ্য, ৩ মার্চ ফাঁসি হওয়ার কথা নির্ভয়াকাণ্ডে চার আসামী অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং মুকেশ সিং। আগে দু’‌বার ফাঁসির দিন পিছিয়েছে। এবার ফের স্থগিতাদেশ হয়ে গেল আইনি জটিলতায়। তবে পবনের আবেদনের শুনানি করতে গিয়ে তার আইনজীবীকে তীব্র ভাষায় ধমক দেন অতিরিক্ত বিচারক ধর্মেন্দ্র রানা। বিচারক পবনের আইনজীবীকে বলেন, ‘আগুন নিয়ে খেলা করছেন আপনি। সাবধান হওয়া উচিত আপনার।’‌ তার পর পবনের আবেদনে রায়দান স্থগিত রাখেন বিচারপতি।