লিড নিউজ

নির্ভয়া অভিযুক্তদের ফাঁসি পিছিয়ে ১ ফেব্রুয়ারি

নির্ভয়া কাণ্ডে চারজন দোষীর বিরুদ্ধে নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করল দিল্লির আদালত। ১ ফেব্রুয়ারি সকাল ৬ টায় চারজন ধর্ষকদের ফাঁসি কার্যকরের নির্দেশ দেওয়া হল তিহাড় জেল কর্তৃপক্ষকে। সেদিনই সাধারণ বাজেট পেশ হবে সংসদে। ফলে ফাঁসি পিছিয়ে গেল। ফাঁসি দেওয়া যাবে না ২২ জানুয়ারি।
এদিকে আজই মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দিল্লি সরকার সেই পিটিশন খারিজ করে বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠিয়েছিল। সন্ধেতেই তা পাঠিয়ে দেওয়া হয় রাষ্ট্রপতির কাছে। পিটিশন খারিজ করে দেওয়ার প্রস্তাব করে ফাইলটি রাষ্ট্রপতির কাছে পাঠায় কেন্দ্র। তাতেই সিলমোহর দিয়েছেন রামনাথ কোবিন্দ।বিনয় শর্মা, মুকেশ সিং, অক্ষয় কুমার সিং এবং পবন গুপ্তার ফাঁসি হওয়ার কথা ছিল ২২ জানুয়ারি।
দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট চারজন ধর্ষকের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছিল। ওই মৃত্যু পরোয়ানায় তিহাড় জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় আগামী ২২ জানুয়ারি সকাল ৭টায় তাদের ফাঁসি কার্যকর করতে হবে। কিন্তু আইনি প্রক্রিয়া জটিলতায় ওই ধার্য দিনে ফাঁসি দেওয়া সম্ভব নয় বলে জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়। এরপর আইনি প্রক্রিয়া মিটতেই ১ ফেব্রুয়ারি ফাঁসি দেওয়া হবে বলে জানিয়েছে আদালত। অর্থাৎ ১৪ দিন পর ফাঁসি দেওয়া হবে বলে খবর।