বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ক্রমশ দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এতে দেশের তিন সমুদ্রবন্দরে জারি করা মহাবিপদ সংকেত নামিয়ে স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তবে সতর্কতা সংকেত কমানো হলেও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে রোববার সন্ধ্যা পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আজ রোববার সকালে দেশটির আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও সামান্য উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে রোববার সকাল ৬টায় বাগেরহাট, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হতে পারে। গভীর নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
সম্পর্কিত খবর
তীব্র গতিতে আসছে বুলবুল
Posted on Author নিজস্ব সংবাদদাতা
অতি তীব্র ঘূর্ণিঝড় হয়ে দিঘার কাছে আছড়ে পড়বে বুলবুল।
তীব্র গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল
Posted on Author নিজস্ব সংবাদদাতা
এমনকী আগামী ৬–৭ নভেম্বরের মধ্যে আন্দামান সাগর হয়ে ভারতের উপকূলবর্তী অঞ্চলে পৌঁছতে পারে।
বাংলাদেশের সাতক্ষীরায় আঘাত হেনেছে বুলবুল
Posted on Author নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ খুলনা পেরিয়ে আজ রবিবার সকালবেলা সাতক্ষীরা ও দেশের দক্ষিণ-পশ্চিম অংশে আঘাত হেনেছে