দেশ

নিকেশ চার জঙ্গি, সাফল্য বাহিনীর

ফের নিকেশ হল চার জঙ্গি। জম্মু–কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় চার সন্ত্রাসবাদীর। শনিবার রাতে এই এনকাউন্টার হয় বলে খবর। তবে এই সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়নি বলে খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, জম্মু–কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ, রাষ্ট্রীয় রাইফেলস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এই অপারেশনটি করে।
দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের দিয়ালগামে কয়েকজন সন্ত্রাসবাদীর আত্মগোপন করে থাকার খবর আসে। গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী চারদিক ঘিরে ফেলে। সন্ত্রাসবাদীরা গুলি চালালে পালটা গুলি চালায় নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও। বাহিনীর গুলিতে চার সন্ত্রাসবাদী নিহত হয়েছে।
খতম হওয়া এই চার জঙ্গির পরিচয় জানা যায়নি। এমনকী কোন জঙ্গি সংগঠনের সদস্য তা এখনও পর্যন্ত জানা যায়নি। ওই এলাকায় এখনও কেউ লুকিয়ে আছে কিনা, তা জানতে চিরুনি তল্লাশি চালাচ্ছে বাহিনী। তবে এরা লস্কর–ই–তৈবার সদস্য বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।