বাংলাদেশ

নারী কেলেঙ্কারির দায়ে সাবেক ডিসি বরখাস্ত

বাংলাদেশের জামালপুর জেলার সাবেক ডিসি আহমেদ কবীরকে নারী কেলেঙ্কারির দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত তদন্ত কমিটি গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে সার্বিক পর্যবেক্ষণ ও সুপারিশ উল্লেখ করা হয়। জামালপুরের তৎকালীন ডিসি আহমেদ কবীরের সঙ্গে অফিস সহায়কের ঘনিষ্ঠতার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছিল গত ২২ আগস্ট। এরপর ২৫ আগস্ট ডিসিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।