The center has taken back the kit. Kendra couldn't pay the kit. The center has given only 2500 kits.
ব্রেকিং নিউজ রাজ্য

নাগরিক সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী

করোনার জেরে লকডাউন। ব্যবসা বন্ধ। এই পরিস্থিতিতে চাপ বেড়েছে রাজ্যের কোষাগারে। তাই সাধারণ মানুষকে এগিয়ে এসে সহযোগিতার আহ্বান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাভাইরাসের মোকাবিলায় আগেই ২০০ কোটি টাকার ফান্ড ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোনও কেন্দ্রীয় সাহায্য না পাওয়ায় ওই তহবিল যে যথেষ্ট নয় তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই জিনিসপত্রের পাশাপাশি আর্থিক সাহায্যের জন্য প্রবাসী ও অন্য নাগরিকদের কাছে আবেদন করলেন তিনি।
কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইলে নেটব্যাঙ্কিং বা অ্যাপে আর্থিক সহযোগিতা করতে পারবেন সাধারণ মানুষ। নবান্নে সাংবাদিক বৈঠকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড জানিয়ে দিয়েছেন মমতা। এই সংক্রান্ত আরও তথ্যের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট www.wb.gov.in যোগাযোগ করা যেতে পারে। মানুষের পাশে থাকতে, তাঁদের সাহায্য করতে শেষে এই পথই ধরলেন বাংলার নেত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌রাজ্যকে বিপুল ঋণ শোধ করতে হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছিলাম। ভাঁড়ার প্রায় শূন্য। ব্যবসা বন্ধ। দোকানপাট বন্ধ। লোকের হাতে পয়সা নেই। কী করব? আমরা একটা রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিল করেছি। যে কেউ সহযোগিতা করতে পারেন। যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর হল— ৬২৮০০৫৫০১৩৩৯। আইএফএসসি কোড–আইসিআইসি ০০০৬২৮০। রাজ্যে আধিকারিক সঞ্জয় বনসলের যোগাযোগ নম্বরও দিয়েছেন। জিনিসপত্র পাঠাতে গেলে তাঁর সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যোগাযোগ করুন সঞ্জয় বনশল–৯০৫১০২২০০০। এই তহবিলে শুধু আর্থিক সহযোগিতা নয়, জিনিসপত্রও দিতে পারেন। এছাড়া রয়েছে টোল ফ্রি নম্বর ১০৭০, ল্যান্ডলাইন ০৩৩ ২২১৪৩৫২৬।