রাজ্য

নতুন বছরেই ভাঙা হবে টালা সেতু

আগামী জানুয়ারি মাসে সমস্যাবহুল টালা সেতু ভাঙা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে নতুন সেতু গড়ার কাজ। এক বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে সেতুটি। শুক্রবার এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে টালা সেতু নিয়ে ছিল উচ্চ–পর্যায়ের বৈঠক। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
টালা সেতু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পুরসভার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং পূর্ত দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠকে করেন মুখ্যমন্ত্রী। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, জানুয়ারি মাসে ভেঙে ফেলা হবে টালা সেতুটি। ১৫ দিনের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করতে হবে বলে সাফ জানান মুখ্যমন্ত্রী। ফেব্রুয়ারি থেকে শুরু হবে নতুন টালা সেতু তৈরির কাজ। নতুন সেতু তৈরির দায়িত্ব পেয়েছে পূর্ত দপ্তর। তবে সেতুর যে অংশটি রেল লাইনের ওপর দিয়ে গিয়েছে তা নির্মাণের দায়িত্ব রেল মন্ত্রকের।
এদিকে টালা সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকায় নিত্যযাত্রীদের প্রত্যেকদিন অসুবিধায় পড়তে হচ্ছে। ঘুরপথে তাঁদের যাতায়াত করতে হচ্ছে। গুনতে হচ্ছে বাড়তি অর্থও। এই সমস্যার সমাধানে যাত্রীদের জন্য এক টিকিটেই গোটা পথ সফরের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে আর লাগবে না বাড়তি ভাড়া। এতে অনেকেই খুশি হয়েছেন।
অন্যদিকে বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে গিয়েছে কামারহাটি–আলিপুর চিড়িয়াখানা যাওয়ার ২৩০ নম্বর রুটের বাস। ওই এলাকাগুলি থেকে ৫০টি ছোট ২৪ আসনের বাস এবং ১০০টি মিনি বাস চালানোর পরিকল্পনা নিয়েছে পরিবহণ দপ্তর। তবে ১৯৬২ সাল থেকে চালু ৬৭৫ মিটার দীর্ঘ পুরনো টালা সেতু ভেঙে ফেলাই এখন ইঞ্জিনিয়ারদের কাছে চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে মেট্রো রেল কর্তৃপক্ষ, সোমবার থেকে বাড়তি রেক চালাবে বলে সিদ্ধান্ত নিয়েছে।