আন্তর্জাতিক

নওয়াজ শরিফ হৃদরোগে আক্রান্ত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। আগে থেকেই লাহোরের সার্ভিস ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এসআইএমএস) হাসপাতালে ছিলেন তিনি। সেখানে শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হয়। এসআইএমএসের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদ আয়াজ বলেছেন, নওয়াজ শরিফের রক্তে প্লাটিলেট কাউন্ট আগের চেয়ে বেড়ে ৪০ হাজারে পৌঁছেছে। তার প্লাটিলেট কাউন্ট আশঙ্কাজনক হারে কমে ১০ হাজারে নেমে গিয়েছিল। এখন তিনি শঙ্কামুক্ত। শুক্রবার একটি দুর্নীতি মামলায় এক কোটি পাকিস্তানি রুপি জামানত রাখায় লাহোর হাইকোর্ট নওয়াজ শরিফের জামিন মঞ্জুর করেন। আরেকটি মামলায় জামিনের জন্য গতকাল তার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও পারেননি। এদিকে নওয়াজকন্যা মরিয়মও অসুস্থ। বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে কারাগারে নেওয়া হয়। তার নামেও একাধিক দুর্নীতির মামলা ঝুলছে।