বিনোদন

ধর্ম নিয়ে শাহরুখ যা বললেন

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এখনো চলছে নানা আলোচনা সমালোচনা। গত বছরের ডিসেম্বরে পাশ হয় এ আইন। এ বছরের ১০ জানুয়ারি আইনটা কার্যকর করা হয়েছে। আর এ উত্তাল সময়ে ধর্মের বিশেষ ভাবনা শেয়ার করলেন শাহরুখ খান। রিয়ালিটি শো ডান্স প্লাস ৫-এর এক এপিসোডে হাজির হয়ে শাহরুখ খান জানালেন, ধর্ম নিয়ে তার পরিবারে কোনো আলোচনা হয় না। কোনও ধর্মে নয়, নিজেকে ভারতীয় ভাবতেই তিনি ভালোবাসেন।

শাহরুখ খান বলেন, ‘আমার স্ত্রী হিন্দু, আমি মুসলমান এবং আমার সন্তানরা হল হিন্দুস্তানি। ছোটবেলায় মেয়ে সুহানা এসে আমার কাছে জানতে চেয়েছিল, ‘বাবা আমাদের ধর্ম কোনটা?’ আমি বলেছি, ‘আমরা ভারতীয়। আমাদের কোনও ধর্ম নেই, থাকাও উচিৎ নয়।’

শাহরুখ খান আরও বলেন, ‘আমার পরিবারে ধর্মের উৎসব পালন করা হয়। তবে আমি আমার ছেলে-মেয়ের এমন নাম রেখেছি যার মধ্যে ধর্ম বা জাতি নির্বিশেষে একটা সর্বভারতীয় ভাবনা আছে। তাদের নাম রেখেছি আরিয়ান, সুহানা।

নিজের ধর্ম নিয়ে শাহরুখ খান বলেন, ‘নিজেকে খুব বেশি ধার্মিক বলে দাবি করি না, কারণ আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় না। কিন্তু আমি মুসলিম। আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি এবং আমি মনে করি এটা একটা ভালো ধর্ম যার মধ্যে নিয়মানুবর্তিতা রয়েছে’।