বেতন ও ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। সোমবার বিকেলে মিরপুরে শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে এক সংবাদ সম্মেলন করে তারা ১১ দফা দাবি তুলে ধরেন। তারা বলছেন, তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সব ধরণের প্রতিযোগিতামূলক ম্যাচ ও অনুশীলনে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমসহ অন্তত ত্রিশ জন ক্রিকেটার উপস্থিত ছিলেন। এদের অধিকাংশই জাতীয় দলের খেলোয়াড়। বাংলাদেশ জাতীয় দলের টেস্ট এবং টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন ৫০ ভাগ বাড়াতে হবে। ক্রিকেটারদের অনুশীলন সুযোগ-সুবিধা বাড়াতে হবে। বার মাসের জন্য কোচ, ফিজিও দিতে হবে। যেন তরুণ ক্রিকেটাররা গড়ে উঠতে পারে। আমরা জানি এটার জন্য সময় লাগবে। তবে আমরা আশা করবো যেন দ্রুত এটা কার্যকর হয়।’
সম্পর্কিত খবর
ইউরোপ থেকে বাংলাদেশে প্রবেশে কড়াকড়ি
Posted on Author নিজস্ব সংবাদদাতা
ইউরোপ থেকে আসা কোনও যাত্রীকে দেশে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সোমবার দুপুর থেকে এই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সোমবার দুপুরের পর ইউরোপের কোনও যাত্রী বাংলাদেশে এলে তাকে ফেরত পাঠানো হবে। সাংবাদিক বৈঠক করে এই কথা জানান সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। তিনি জানান, বিমান যদি […]
শিলিগুড়িতে ভারত–বাংলাদেশ রেল বৈঠক
Posted on Author নিজস্ব সংবাদদাতা
এই বৈঠক হতে চলেছে ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি। বাংলাদেশ রেলওয়ের উচ্চপদস্থ আধিকারিকদের একটি প্রতিনিধিদল ইতিমধ্যেই ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়
Posted on Author নিজস্ব সংবাদদাতা
অবশেষে আফগানিস্তানের বিপক্ষে সাকিবের ব্যাটে ৪ উইকেটের জয় তুলে নিল বাংলাদেশ