করোনাভাইরাসে দেশে মারা গেলেন আরও একজন। এই নিয়ে কোভিড–১৯–এ সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে হল তিনজন। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ মুম্বইয়ে মারা গেলেন ৬৪ বছরের এক বৃদ্ধ। এই মৃত্যুর পরেই জরুরি বৈঠক ডেকেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। তিনি মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে গত পাঁচ তারিখ থেকে ভর্তি ছিলেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ৬৪ বছরের ওই বৃদ্ধ প্রথমে হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কস্তুরবা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে। গত ৮ মার্চ দুবাই থেকে ফিরেছিলেন তিনি। বৃদ্ধ উচ্চ রক্তচাপ, নিউমোনিয়া, হৃৎপিণ্ডের মাংসপেশির প্রদাহ এবং অতিমাত্রায় বেশি হৃৎস্পন্দনে ভুগছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ওই বৃদ্ধ যে দুবাই থেকে ফিরেছিলেন সেই তথ্য তিনি প্রথমে গোপন করে গিয়েছিলেন। কিন্তু গত ১৩ তারিখ তাঁর শারীরিক অবস্থা দেখে চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তাঁকে জেরা করলে সেকথা স্বীকার করেন তিনি। শুধু ওই বৃদ্ধই নন, তাঁর স্ত্রী এবং ছেলেরও করোনা কোভিড–১৯ পজিটিভ রিপোর্ট মিলেছে। অর্থাৎ তাঁরাও করোনা আক্রান্ত। এর আগে দিল্লিতে একজন এবং কর্নাটকের কালবুর্গিতে এক জনের মৃত্যু হয়। তাঁদের দু’জনেই বিদেশভ্রমণ করেছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার লাদাখের লেহ্–তে এদুজন এবং কার্গিলে একজনের শরীরে কোভিড–১৯ পজিটিভ ধরা পড়েছে। শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত মোট ৩৯ জন। দেশের মধ্যে মহারাষ্ট্রেই সব থেকে বেশি মানুষ আক্রান্ত এই ভাইরাসে। এর আগে দিল্লিতে ৬৮ বছরের এক বৃদ্ধা এবং কর্নাটকে ৭৬ বছরের এক বৃদ্ধ মারা গিয়েছিলেন করোনাভাইরাসে।
