অর্থনীতি ব্রেকিং নিউজ

দু’‌দিনের ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত

বেতন কাঠামো পুনর্বিন্যাস এবং সপ্তাহে পাঁচদিন কাজ–সহ ৬ দফা দাবিতে ধর্মঘটে যাচ্ছে ব্যাঙ্ক অফিসারদের বৃহত্তম সংগঠন। ব্যাঙ্ক অফিসার সংগঠনের পক্ষ থেকে আগামী ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি না মিটলে ১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যাঙ্ক ধর্মঘট হবে। সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই এই ধর্মঘটে সামিল হবে বলে খবর।
একইসঙ্গে জানানো হয়েছে, ১১, ১২ এবং ১৩ মার্চ একই দাবিতে বিক্ষোভ অবস্থানে বসছেন ওই সংগঠনের অফিসার সদস্যরা। কেন্দ্রের ব্যাঙ্ক সংযুক্তির নীতি এবং ঋণখেলাপিদের জন্য নির্দিষ্ট নীতি প্রণয়নের দাবি অন্তর্ভুক্ত হয়েছে ৬ দফা দাবির তালিকায়। বর্তমানে ছুটির নিয়ম অনুযায়ী, সরকারি ছুটি ছাড়া মাসের প্রত্যেকটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। কিন্তু ব্যাঙ্ক কর্মচারীদের দাবি, মাসের প্রত্যেকটি শনিবারই ছুটি দিতে হবে। অর্থাৎ সপ্তাহে পাঁচদিন কাজ করবেন তাঁরা। আর বেতন কাঠামোর পুনর্বিন্যাসও করতে হবে।
দাবি পূরণ না হলে আগামী ২১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালীন বিক্ষোভে নামবে কনফেডারেশন। সম্প্রতি গত ৮ জানুয়ারি ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটেও সামিল হয়েছিলেন ব্যাঙ্ক কর্মচারীদের একাধিক সংগঠন। ফলে আশঙ্কা সত্যি করে ওই দিনও চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ গ্রাহকদের। ব্যাঙ্ক সংযুক্তিকরণ–ঋণখেলাপীদের কাছ থেকে টাকা উদ্ধারের দাবিও করেছে তাঁরা।
উল্লেখ্য, ওই ধর্মঘটের ফলে ব্যাঙ্কের নিয়মিত কাজে ব্যাঘাত ঘটার পাশাপাশি এটিএম পরিষেবাও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ধর্মঘটের প্রভাব পড়তে পারে প্রায় সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে।