জম্মু–কাশ্মীরের সোশ্যাল মিডিয়ার ওপরে নিষেধাজ্ঞা তুলল প্রশাসন। তার জেরে স্বস্তি ফিরেছে উপত্যকায়। সাত মাস পর সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পেরে খুশি সাধারণ মানুষও। জম্মু–কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, ১৭ মার্চ পর্যন্ত মোবাইল ইন্টারনেট থেকে সব ওয়েবসাইট দেখা যাবে। যদিও মোবাইলে অবশ্য টুজি ইন্টারনেটই চালু থাকবে। ১৭ মার্চের পর পরিস্থিতির পর্যালোচনা করা হবে।
এদিকে কাশ্মীরে ২জি মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড চালু হলেও নির্দিষ্ট কিছু সাইট দেখার অনুমতি দেয় প্রশাসন। সরকারি ওয়েবসাইট এবং ই–ব্যাঙ্কিংয়ের মতো পরিষেবা প্রদানকারী ওয়েবসাইটগুলি দেখার অনুমতি ছিল। নিষিদ্ধ সাইটের মধ্যে ছিল সোশ্যাল মিডিয়া। তবে এবার তা থেকে মুক্তি মিলল বলে মনে করা হচ্ছে। যদিও ১৭ মার্চের পর কি হবে তা এখনই বলা যাচ্ছে না।
অন্যদিকে পর্যটক, পড়ুয়া, ব্যবসায়ীদের জন্য ইন্টারনেট ব্যবহারের যে বিশেষ সুবিধে চালু ছিল, সেগুলি চালুই রাখা হবে। তবে সোশ্যাল মিডিয়া সাত মাস বন্ধ থাকলেও, কাশ্মীরিরা ‘ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক’–এর মাধ্যমে তা ব্যবহার করতেন বলে নিজেরাই জানিয়েছেন। এই ঘোষণার পর মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা বলেন, ‘ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে কাশ্মীরিরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছিলেন। তাই সরকার বোধহয় নিষেধাজ্ঞার ব্যর্থতা বুঝতে পেরেছে।’