বিনোদন

দিল্লির ঘটনায় সরব তারকারা

দিল্লিতে সিএএ বিরোধী বিক্ষোভের ঘটনায় সংঘর্ষে নিহতের সংখ্যা ক্রমে বাড়ছে। অশান্ত পরিস্থিতিতে জ্বলছে দিল্লির বিভিন্ন অঙ্গন। এ ঘটনায় সরব হয়েছেন তারকারাও।

অভিনেতা কৌশিক সেন বলেন, আমি আশঙ্কা করেছিলাম যে, এমন কিছু একটা হতে চলেছে। শাহিনবাগের প্রতিবাদের সঙ্গে কিন্তু সোমবারের প্রতিরোধের কোনও মিল নেই। এটা পরিকল্পিত। না হলে যেখানে মার্কিন প্রেসিডেন্ট এ দেশে আসছেন, সেখানে তো রাজধানীকে শান্তিপূর্ণ দেখানোটা অগ্রাধিকার পাওয়া উচিত। সেখানে দিল্লি পুলিশের কাছে কোনও আগাম তথ্য নেই, এটা হতে পারে? ইটস অ্যা মক ফাইট বেসিক্যালি, যেটা দেখিয়ে গোটা দেশকে ঘাবড়ে দেওয়ার চেষ্টা চলছে। জনগণকে বার্তা দেওয়া হচ্ছে, প্রতিবাদ করলে এই পরিণতি গোটা দেশে হবে।

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, যা ঘটছে, তাতে অর্ধ শতক পরে ইতিহাস আমাদেরই কাঠগড়ায় দাঁড় করাবে।

পরিচালক রাজ চক্রবর্তী লিখেছেন, এভাবে লড়তে থাকলে একদিন আর মানুষ থাকবে না, শুধু মন্দির-মসজিদই থাকবে।’ আগামী ছবি ‘ধর্মযুদ্ধ’য় রাজনৈতিক হিংসার ঊর্ধ্বে উঠে সম্প্রীতির বার্তা দিতে চাইছেন তিনি।