ব্রেকিং নিউজ

দাম বাড়ছে কেন?‌ বাজারে মমতা

এতদিন মুখে বলেছিলেন। সতর্ক না হওয়ায় টাস্ক ফোর্স গঠন করেছিলেন। আর তাতেও কাজ না হওয়ায় নিজে বাজারে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। আর সেই ছবি–ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, পেঁয়াজ এবং অন্য সবজির দাম নিয়ে খোঁজ নিতে এবার বাজারে এলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে সবজি বাজারে গিয়ে বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন তিনি। কোন সবজি কত দামে কিনে, কত দামে বিক্রি হচ্ছে, স্পষ্ট জানতে চান মুখ্যমন্ত্রী।
মূল্যবৃদ্ধি পরিস্থিতি খতিয়ে দেখতে সোজা বাজারে ঢুঁ মারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে যাওয়ার পথে ঘুরে দেখলেন যদুবাবুর বাজার। যত দিন পর্যন্ত বাজার স্বাভাবিক না হচ্ছে, ততদিন ভর্তুকিতে পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুধু সুফল বাংলার গাড়ি নয়, জেলাগুলিতে রেশন দোকান এবং স্বনির্ভর দলের মাধ্যমেও পেঁয়াজ বিক্রি করা হবে। আজ থেকেই যা শুরু হয়েছে। রেশন কার্ড দেখালে, পরিবার পিছু দিনে ১ কেজি পেঁয়াজ মিলবে ৫৯ টাকা/কেজিতে।
মুখ্যমন্ত্রী বাজারের পেঁয়াজ বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। তাঁদের কাছে জানতে চান, কেন এত দামে পেঁয়াজ বিক্রি করছেন? কত দামে তাঁরা পেঁয়াজ কিনছেন? কোথা থেকে পেঁয়াজ আনছেন? জবাবে, পেঁয়াজ ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীকে জানান, তাঁরাই ১৪৫ টাকা দামে পেঁয়াজ কিনছেন। পেঁয়াজের দাম নিয়ে খোঁজখবর নেওয়ার পর গাড়িতে উঠে নবান্নের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। উত্তর কলকাতার শোভাবাজার, মুচিপাড়া, শিয়ালদহ এলাকায় রেশন দোকানে বিক্রি করা হচ্ছে এই পেঁয়াজ।