লাইফস্টাইল

ত্বকের যত্নে অ্যালোভেরা

গরম চলে এসেছে। এখন ঘর থেকে বাইরে বের হলেই ত্বকে ধুলোবালি জমে। ফলে ত্বক যেমন ময়লা হয়, তেমনি ত্বকে দেখা দিতে পারে র‌্যাশ। ত্বকের যত্নে আমরা নামিদামি অনেক ক্রিম ব্যবহার করে থাকি। কিন্তু বাজারে যেসব ক্রিম পাওয়া যায় তা রাসায়নিক দ্রব্য থাকে, যা ত্বকের জন্য ক্ষতিকর। ত্বকের যে কোনো সমস্যায় অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। আর এই অ্যালোভেরা জেল ঘরেই তৈরি করতে পারেন। ত্বকের যত্নে অ্যালোভেরা জেল তৈরি করা যায় খুব সহজেই। এই জেল ত্বকে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। যে কোন ধরনের ত্বকে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। এই জেল ত্বক আর্দ্র রাখে ও ত্বকের ক্ষয় পূরণ করে।

অ্যালোভেরা জেল এক টেবিল চামচ, ল্যাভেন্ডার তেল এক চা চামচ, প্রিমরোজ তেল চার ফোঁটা নিন। এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে তা বায়ুরোধী কাচের পাত্রে সংরক্ষণ করুন। প্রতিদিন রাতে মুখ পরিষ্কার করে ঘুমানোর আগে এই জেল ব্যবহার করুন।