আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

তেহরানকে ১৮ কোটি ডলার দিতে হবে এক সাংবাদিককে

তেহরানে আটক এক সাংবাদিককে ১৮ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ২০১৪ সালে ইরানি কর্তৃপক্ষ গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে তাকে। ইরানের কারাগারেে ঐ সাংবাদিককে ৫৪৪ দিন কাটাতে হয়। এর দায়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের আদালত এ রায় দেন। সাংবাদিক জেসন রেজওয়ান ওয়াশিংটন পোস্টে কাজ করতেন। যুক্তরাষ্ট্রে আটক সাত ইরানির বিনিময়ে তাকে ২০১৬ সালের জানুয়ারিতে ছেড়ে দেয় তেহরান। যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক বলেন, সাংবাদিক জেসন রেজওয়ান বন্দিজীবনে যে অর্থনৈতিক ক্ষতি ও যন্ত্রণার মুখোমুখি হয়েছেন এবং তার পরিবারকে যে সংকটে পড়তে হয়েছে, তার ক্ষতিপূরণ হিসেবে ওই অর্থ দিতে নির্দেশ দেওয়া হলো। এ ছাড়া আটকাবস্থায় তাকে শারীরিক নির্যাতন করা হয়েছিল। ঘুম ও চিকিৎসার সুযোগ থেকেও তাকে বঞ্চিত করা হয়েছিল। এমনকি ওই সময় তাকে মৃত্যুদণ্ডেরও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ওয়াশিংটন পোস্ট বলছে, যুক্তরাষ্ট্রের আদালতের এ রায় অনেকটা প্রতীকী। ইরান এ মামলার কোনো জবাব দেয়নি এবং ইসলামি প্রজাতন্ত্রের দেশটির কাছ থেকে কোনো ক্ষতিপূরণ প্রত্যাশা করা যায় না।