তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়ল হিমাচল প্রদেশের নৈনিতাল। বৃহস্পতিবার থেকে নতুন করে তুষারপাতের জেরে নয়না পিকে ভূমিধস নেমে রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। ফলে পাহাড়ের নীচের রাস্তা কার্যত যান চলাচলের পক্ষে অসম্ভব।
উল্লেখ্য, ১৯৯৭ সালের পর ফের প্রবল তুষারপাতের সাক্ষী থাকল নৈনিতাল। ধসের কারণে হাইকোর্ট, পন্থ সদন, গ্যাস গুদাম, সুইস হোটেল, শেরওয়ানি হোটেল সহ গোটা এলাকাতেই বিপর্যয় নেমে এসেছিল। এবার ফের একবার সেই স্মৃতি উসকে দেওয়া হল। ঘটনায় হতাহতের খবর মেলেনি। তবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমনকী প্রবল ঠাণ্ডাও পড়েছে।
জানা গিয়েছে, নায়না পিক নৈনিতালের সর্বোচ্চ শৃঙ্গ। যা ছেনা পিক নামেও পরিচিত। প্রবল শিলাবৃষ্টি ও তুষারপাত শুরু হয় নৈনিতালে। পাহাড়ের গা বেয়ে বড় বড় পাথরের চাঁই নামার বিকট শব্দে বাসিন্দারা ভয়ে ঘর–বাড়ি থেকে বেরিয়ে আসেন। বহু গাছ ভেঙে গিয়েছে। বনকর্মীরা সেইসব সরানোর কাজে হাত লাগিয়েছেন। তবে লাগাতার তুষারপাতের কারণে এলাকায় পাথর সরানোর কাজে দেরি হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।
