There is nothing stopping militant activity in the vally. Pak suported militants have being attacking continuously in this lock down period.
ব্রেকিং নিউজ

তুষারধসে প্রাণ গেল জওয়ানদের

তুষারধসে প্রাণ গেল তিন জওয়ানের। নিখোঁজ আরও একজন। জম্মু–কাশ্মীরের মাচিল সেক্টরের ঘটনা। নিখোঁজ জওয়ানের খোঁজে চলছে তল্লাশি। মঙ্গলবার জম্মু–কাশ্মীরের কুপওয়াড়া জেলার মাচিল সেক্টরে হঠাৎ তুষার নেমে আসে। সেই ধসে চাপা পড়ে যায় একটি সেনা চৌকি। তখন ওই চৌকিতে ছিলেন কয়েকজন জওয়ান। কিছু বুঝে ওঠার আগেই তুষারধস হুড়মুড়িয়ে এসে পড়ে সেনা তাঁদের উপর।
মাচিল সেক্টরে বেলা একটা নাগাদ একটি সেনা পোস্টে আছড়ে পড়ে তুষারধস। তাতেই মৃত্যু হয় তিনজন জওয়ানের। একজন জওয়ান আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গান্ডেরবাল জেলার সোনমার্গে একটি তুষারধসের ঘটনায় পাঁচ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তুষারধসে চাপা পড়ে যান ৯ জন। সারারাত উদ্ধারকাজ চালিয়ে চারজনকে বাঁচানো সম্ভব হয়েছে।
গত ৪৮ ঘণ্টায় প্রবল তুষারপাত হয় উত্তর কাশ্মীরের বিভিন্ন জায়গায়। বেশ কয়েকটি তুষারধসও নামে। তখনই বেশ কয়েকজন জওয়ান তুষারধসে চাপা পড়েন। তাঁদের উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্রে খবর। বারামুলায় তুষারধসে চাপা পড়ে যায় দুই কিশোরী। পরে তাদের উদ্ধার করা হয়।