বিনোদন

তামিল নায়ক হরভজন

ক্রিকেট মাঠে নায়ক ছিলেন তিনি। এবার সিনেপর্দায় নায়ক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে তার। সেখানে কী দ্যুতি ছড়াতে পারবেন? যদিও সময়ের ওপর নির্ভর করছে সবকিছু। তবে ডানহাতি অফস্পিনার হরভজন সিং আপাতত তামিল চলচ্চিত্রে নাম লিখিয়ে চলে এসেছেন লাইমলাইটে। ‘ফ্রেন্ডশিপ’ নামের সিনেমায় তিনি অভিনয় করতে যাচ্ছেন। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে ছবির ফার্স্ট লুক। প্রথম দর্শনেই পোস্টারটি যথেষ্ট সাড়া ফেলেছে।

এই প্রথম কোনো ক্রিকেটার সিনেমায় মুখ্য চরিত্রে (নায়ক) অভিনয় করতে যাচ্ছেন। স্বভাবতই ২০২০ সালে সিনেপ্রেমীরা আকর্ষণীয় চমক পেতে চলেছেন। পোস্টার রিলিজের মধ্যে দিয়ে তা স্পষ্ট হয়ে গেছে। যদিও তাতে দেখা মেলেনি অন্য কোনো অভিনেতা-অভিনেত্রী, শিল্পী, কুলাকুশলীদের।