অতিথি দেব ভবঃ। এটা ভারতীয়রা সবাই প্রায় মানেন। সেদিক থেকে দেখতে গেলে দু’দিনের সফরে আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এদেশের অতিথিও বটে। মাত্র তিন ঘন্টার জন্যে আহমেদাবাদ যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্টের। সেখানে তাঁকে স্বাগত জানানোর জন্যে যেভাবে সেজে উঠেছে তাতে একবারের জন্যেও মনে হবে না রাজ্য সরকারের রাজস্বে কোনও ঘাটতি রয়েছে। অর্থাৎ দেবতা আসছেন বলে কথা! সেবা তো করতেই হবে।
ডোনাল্ড ট্রাম্পকে এই সেবা করতে সাজিয়ে তোলা হচ্ছে আহমেদাবাদকে। তার জন্য আনুমানিক খরচ হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী বিজয় রুপানি নির্দেশ দিয়েছেন ট্রাম্পকে স্বাগত জানাতে যেন কোনওরকম খামতি না থাকে। অর্থাৎ বাজেট যেন বাধা হয়ে না দাঁড়ায়। রাস্তা সারানো থেকে শুরু করে শহরের সৌন্দর্যায়ন করার দায়িত্ব ভাগ করে নিয়েছে আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন এবং আহমেদাবাদ আর্বান ডেভেলপমেন্ট অথরিটি। আর তা নিয়ে এখন চলছে জোর চর্চা।
মোতেরা স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষ্যেই আহমেদাবাদ যাবেন ট্রাম্প। স্টেডিয়াম যাওয়ার রাস্তা সাজিয়ে তুলতে কর্পোরেশনের তরফে দেওয়া হচ্ছে ৬ কোটি টাকা। আর রাস্তা সারাইয়ের জন্যে ২০ কোটি টাকা দেবে আহমেদাবাদ আর্বান ডেভেলপমেন্ট অথরিটি। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, যে দেশের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে সেই দেশের এই আড়ম্বর করা কী শোভা পায়?
